spot_img

১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার
২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

আরও দুই দিন বইমেলা বাড়ানোর অনুরোধ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি অমর একুশে বইমেলা আরও দুই দিন বাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছে। এই অনুরোধ করে প্রতিষ্ঠানটি মেলার আয়োজক বাংলা একাডেমির মহাপরিচালককে চিঠিও দিয়েছে।

চিঠিতে আগামী ১ ও ২ মার্চ যথাক্রমে শুক্র ও শনিবার সময় বৃদ্ধির প্রস্তাব করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সমিতির সহসভাপতি শ্যামল পাল বলেন, মেলার স্টল বরাদ্দ পেতে বিলম্ব হওয়ার কারণে এবং প্রথম দিকেই বৃষ্টি হওয়ার কারণে প্রকাশকরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন। এজন্য প্রকাশকদের চাওয়া, মেলা যেন দুদিন বাড়ানো হয়।

এ বিষয়ে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সুচিব কে এম মুজাহিদুল ইসলাম বলেন, আমরা চিঠি পেয়েছি। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মেলার সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে যা সিদ্ধান্ত হয়, তা জানানো হবে।

বায়ান্নোর ভাষাশহীদদের স্মৃতিবিজড়িত মাস ফেব্রুয়ারিজুড়ে বইমেলা ঢাকার অন্যতম আয়োজন হয়ে উঠেছে। এক সময় বাংলা একাডেমি প্রাঙ্গণে হলেও এই মেলার এখন নিয়ে যাওয়া হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানেও।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss