spot_img

২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

রোহিঙ্গা ক্যাম্পে আরসা’র গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সৈয়দ আলম (২৪) নামের এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত যুবক উখিয়ার ওই ক্যাম্পের মুছার ছেলে।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোর ৬টার দিকে উখিয়া ক্যাম্প-৪-এর ই ব্লকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসাইন।

ওসি বলেন, ভোরে ওই ক্যাম্পে অস্ত্রধারী কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী সৈয়দ আলমের ঘরে প্রবেশ করে তাকে গুলি করে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর ঘটনাস্থলে টহল বাড়ানো হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss