spot_img

২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

দশ মাস পর বান্দরবান কারাগার থেকে নেপালী নাগরিক মুক্ত

আটকের দশ মাস পর বান্দরবান কারাগার থেকে এক নেপালী নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে। অম্বর থাপা বুরা নামের ২৪ বছর বয়সী ওই নেপালি নাগরিককে আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে নেপাল দূতাবাসের দ্বিতীয় সেক্রেটারি মিজ ইয়োজানা বামজান কারাগার থেকে গ্রহণ করেন।

এ সময় সেখানে নেপাল রাষ্ট্রদূতের সচিব রিয়া চিত্রা, বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোঃ মিজানুর রহমান, জেল সুপার মোঃ জান্নাতুল ফরহাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গত ২৮ শে মার্চ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে দায়ের করা অবৈধ অনুপ্রবেশ মামলায় তার চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০০ টাকা জরিমানা করা হয়।

এদিকে ১০ মাস কারাভোগের পর ওই বিদেশী নাগরিককে নেপাল দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়েছে।

কারাগার থেকে মুক্তি পাওয়া অম্বর থাপা বুড়া নেপালের জাজারকোট রাজ্যের গোঘী গ্রামের দর্জিত বুরার পুত্র। এদিকে নেপাল দূতাবাসের দ্বিতীয় সেক্রেটারি এ ঘটনায় বাংলাদেশ সরকার ও স্থানীয় প্রশাসনের সহযোগিতার প্রশংসা করেছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss