spot_img

২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

মিরসরাইয়ে পোস্টার অপসারণে নেমে গেলেন এমপি রুহেল

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার দুই দিন পরেই নিজের সংসদীয় এলাকা মীরসরাইয়ে পোস্টার অপসারণ শুরু করেছেন মাহবুব-উর রহমান রুহেল। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার শান্তির হাট এলাকার পোস্টার অপসারণ করার মধ্য দিয়ে সপ্তাহ ব্যাপী পরিচ্ছন্ন কার্যক্রমের ডাক দেন নবনির্বাচিত এমপি।

মাহবুব-উর রহমান রুহেল বলেন, আমার নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত পোস্টারে কোন প্রকার লেমিনেশন কিংবা প্লাস্টিক ব্যবহার করা হয়নি।বাংলাদেশে আর কোন এলাকায় প্লাস্টিক আবরণবিহীন এমন পোস্টার হয়েছে কিনা আমার জানা নেই।  তবে কুয়াশা থেকে রক্ষার জন্য কিছু কিছু নেতাকর্মী প্লাস্টিক কভারযুক্ত পোস্টার ব্যবহার করেছেন। এ ধরনের পোস্টার যতগুলো আমার নজরে এসেছে আমি অপসারণ করেছি, করা শুরু করেছি।

তিনি বলেন, আমাদের সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানাই যেসব স্থানে প্লাস্টিকযুক্ত পোস্টার রয়েছে তা যেন দ্রুত অপসারণ করা হয়। অন্যান্য প্রার্থীদেরকেও আমি এই অনুরোধ জানাই। এবং সেসব উপকরণসমূহ যেন রিসাইক্লিং করার জন্য প্রদান করা যেতে পারে। সবাই মিলে আমরা একটা উদাহরণ তৈরি করতে চাই। স্মার্ট মিরসরাই এর যাত্রা শুরু হোক এভাবেই।

প্রসঙ্গত, রুহেল দীর্ঘ দিন ধরে পরিবেশ সংরক্ষণে কাজ করে আসছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss