spot_img

১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কাপ্তাই হ্রদে গোসলে নেমে প্রাণ হারাল দুই কিশোর

রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে বন সংরক্ষকের ছেলেসহ দুই কিশোর প্রাণ হারিয়েছে। বুধবার দুপুরে শহরের কেরানীপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই কিশোর হলেন আদনান নূর ও অংকন। তাদের মধ্যে আদনান নূর রাঙামাটির বন সংরক্ষক সুবেদার ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে শহরের কেরানী পাহাড় এলাকায় বন সংরক্ষকের বাংলোর কাছেই কাপ্তাই হ্রদের জলে গোসল করতে নামে আদনান ও তার বন্ধু অংকন। কিন্তু দীর্ঘসময়েও তাদের খোঁজ না মেলায় ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে ডুবুরিরা এসে দুই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন: রাঙামাটিতে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা দুইজনকে

উদ্ধারে দায়িত্বরত ফায়ার সার্ভিসের সদস্য নিপন চাকমা বলেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে এসে দুইজন ডুবুরির মাধ্যমে তল্লাশি শুরু করার পর দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিই।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর দুই কিশোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই তারা মারা গেছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss