spot_img

২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সাতকানিয়ায় আওয়ামী লীগ নেতা খুন

চট্টগ্রামের সাতকানিয়ায় খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বেলালকে (৪৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার রাতে তৈয়ার পাড়ায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় প্রথমে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছে।

মো. বেলাল খাগরিয়ার মোহাম্মদ খালীর হাকিম আলী বাপের বাড়ির মৃত আব্দুল করিমের ছেলে। তিনি খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ব্যবসা করতেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, রাত সাড়ে ১২টার দিকে ছুরিকাঘাতে আহত ওই ব্যক্তিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন: ৫ এপ্রিল থেকে চবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

নিহতের বোন চেনু আরা বেগম জানিয়েছেন রাতে ভাত খেয়ে বাড়ি থেকে বের হয় বেলাল। তৈয়ার পাড়া এলাকায় স্থানীয় ইউপি সদস্যের নেতৃত্বে কয়েকজন তাকে ছুরিকাঘাত করে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss