spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আলীকদমে ঝর্না দেখতে গিয়ে পর্যটকের মৃত্যু

বান্দরবানের আলীকদমে ঝর্না দেখতে গিয়ে আতহার ইশরাক রাফি নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করেছে সেনাবাহিনী।

রবিবার (১৩ আগস্ট) সকালে আলীকদমের দুর্গম দোছড়ি বাজার এলাকায় অবস্থিত সাইংপ্রা ঝর্না থেকে তাদের উদ্ধার করা হয়। বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, চারজন ট্যুরিস্ট গাইডসহ ঢাকা থেকে আসা মোট ২৫ জনের এই পর্যটকদল সম্প্রতি আলীকদম হয়ে সাইংপ্রা ঝর্না দেখতে গিয়ে বন্যার কারণে সেখানে আটকে যায়। এর মধ্যে আতহার ইশরাক রাফি নামে একজন মারা যান।

এদিকে পর্যটকের আটকে পড়ার খবর পেয়ে আলীকদম সেনানিবাস থেকে একটি টিম রবিবার ভোরে সেখানে পৌঁছে তাদের ২৪ জনকে জীবিত অবস্থায় এবং একজনের মরদেহ উদ্ধার করে আলীকদম উপজেলা সদরে নিয়ে আসে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss