spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বেগম রোকেয়া পদক পাচ্ছেন পাঁচ নারী

সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এ বছর বেগম রোকেয়া পদক পাচ্ছেন পাঁচ বিশিষ্ট নারী। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সচিবালয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

প্রতিবছরের ৯ ডিসেম্বর পালিত হয় বেগম রোকেয়া দিবস। দিবসটি উদযাপন উপলে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বিশিষ্ট নারীদের প্রদান করা হয় ‘রোকেয়া পদক’।
নারী শিক্ষায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য খালেদা একরাম (মরণোত্তর) ঢাকা থেকে রোকেয়া পদকে ভূষিত হয়েছেন।

নারী অধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখার জন্য সম্মানজনক এই পদক পাচ্ছেন রংপুর জেলার ডা. হালিদা হানুম আখতার।

নারীর আর্থ সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য নেত্রকোনা জেলার কামরুন্নেসা আশরাফ দিনা (মরণোত্তর) রোকেয়া পদকে ভূষিত হয়েছেন। পল্লী উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য ঠাকুরগাঁও জেলা থেকে এই পদক পাচ্ছেন রনিতা বালা।

নারী জাগরণে উদ্বুদ্ধকরণে বিশেষ অবদানের জন্য রোকেয়া পদকে ভূষিত হয়েছেন লক্ষ্মীপুর জেলার নিশাত মজুমদার।

আগামী ৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পাঁচজন বিশিষ্ট নারীকে আনুষ্ঠানিকভাবে রোকেয়া পদক প্রদান করবেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss