spot_img

৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

জেল থেকে বের হয়ে ফের ডাকাতির প্রস্তুতি, চট্টগ্রামে গ্রেফতার ৪

জেল থেকে জামিনে বের হয়ে ফের চট্টগ্রাম শহরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা। অভিযান চালিয়ে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মে) থানা সূত্রে নিশ্চিত করা হয়, গতকাল নগরীর কর্ণফুলী নদীর তীর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ টি টিপছোরাও উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সোহেল প্রকাশ ঢাকাইয়া সোহেল (৩০), বেলাল হোসেন প্রকাশ মাইকেল (৩৭), মোঃ তুষার (১৯) ও মোঃ রুবেল(২২)।

থানা সূত্রে আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোডস্থ এস.আলম বাস ডিপোর বিপরীতে কর্ণফুলী নদীর তীরে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতি গ্রহণ কালে তাদের গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে কোতোয়ালী থানা ওসি ওবায়েদুল হক জানান, উক্ত বিষয়ে একটি নিয়মিত মামলা রুজু হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানাসহ নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss