spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

শাহ আমানতে আনসারের পরিবর্তে দায়িত্বে বিমানবাহিনী-এপিবিএন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিজস্ব নিরাপত্তাকর্মীর পাশাপাশি দায়িত্ব পালন করছেন বাংলাদেশ বিমানবাহিনী, ব্যাটালিয়ন আনসার এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। চাকরি স্থায়ীকরণের দাবিতে আনসার সদস্যরা কর্মবিরতি পালন করায় তাদের বিকল্প হিসেবে বাহিনীগুলো ব্যবহার করা হচ্ছে।

সোমবার (২৬ আগস্ট) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২০০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করতেন। চাকরি স্থায়ীকরণের দাবিতে গত ২২ আগস্ট থেকে আনসার সদস্যরা কর্মবিরতি পালন করছেন। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অপারেশন কার্যক্রম স্বাভাবিক রাখতে বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব নিরাপত্তা শাখার কমকর্তা-কর্মচারীদের (এভসেক) রিশিডিউলিংয়ের মাধ্যমে ও কোনও কোনও ক্ষেত্রে ডাবল শিফটের মাধ্যমে অতিরিক্ত দায়িত্ব পালন করিয়ে অপারেশন কার্যক্রম সচল রেখেছে।

তিনি আরও বলেন, বিমানবন্দরের ল্যান্ড সাইড, এপ্রোন এরিয়া ও প্যারামিটার এলাকায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যরা। এ ছাড়া কাজ করছেন ৭৫ জন ব্যাটালিয়ন আনসার সদস্য এবং এপিবিএন সদস্যরা। বিমানবন্দরের অপারেশন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss