spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

ফুল বিজুতে সাংবাদিকদের ছবি তুলতে মানা করে অভিনব প্রতিবাদ

খাগড়াছড়িতে সাংবাদিকদের ফুল বিজুর অনুষ্ঠানের ছবি তুলতে বারণ করে অভিনব প্রতিবাদ জানানো হয়েছে। এ সময় ছবি তুলতে বাধা দেয় অজ্ঞাতনামা কিছু লোকজন। তারা শহরের খবং পুড়িয়া ও নারানখাইয়া এলাকায় সাংবাদিকদের বাধা দেয়।

ফুল বিজুর মূল অনুষ্ঠানের ছবি না তোলার জন্য অজ্ঞাতনামা লোকজন বিভিন্ন স্থানে ব্যানার টানিয়ে দেয় এবং কাউকে ভেতরে ঢুকতে দেয়নি। টানিয়ে দেওয়া বিভিন্ন ব্যানারে লেখা ছিল, ‘দুঃখের সময় পাশে নাই, সুখের বেলায় আছি ভাই, এসব বায়াসড কাভারেজে আমরা থু থু দিতে চাই।’ এ ছাড়া নিচে ইংরেজিতে লেখা ছিল ‘জার্নালিস্ট নট অ্যালাউড’।

এ ব্যাপারে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য বলেন, ‘খাগড়াছড়িতে এই প্রথম এই ধরনের ব্যানার দিয়ে সংবাদকর্মীদের সবচেয়ে বড় উৎসবের খবর প্রচারে বাধা দেওয়া হলো। যা কোনোভাবেই কাম্য নয়। সাংবাদিকেরা সকল মানুষের কৃষ্টি, সংস্কৃতির ও অন্যান্য আচার-আচরণ ও বিধির প্রতি শ্রদ্ধাশীল। সবাইকেই প্রকৃত সত্য উদঘাটনে সাংবাদিকদের সহযোগিতা করা উচিত।’

বিষয়টি নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। সূত্র: বিটি

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss