spot_img

৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার সুফিয়ারোড এলাকায় রাস্তা পার হতে গিয়ে ইম্পেরিয়াল এক্সপ্রেস বাসের ধাক্কায় আফিয়া (৭০) নামে এক বৃদ্ধা নিহত হন। তবে এখনও পর্যন্ত পরিবারের সন্ধান পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে- মস্তাননগর হাসপাতালে বহিঃবিভাগে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।

প্রত্যক্ষদর্শী নুর উদ্দিন জানান, বয়স্ক মানুষ গাড়ি খেয়াল না করে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি বাস হার্ড ব্রেক দেন। তবুও নিয়ন্ত্রণ করতে পারেনি। জোরে ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে যান। কয়েকজন তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের কাউকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

এর আগে সকালে উপজেলার বারইয়ারহাট ইউটার্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় কামাল উদ্দিন নামে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন ৪ জন। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল, পিকআপ ও ট্রাকসহ ৪টি গাড়ি উদ্ধার করেছে পুলিশ।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, বারইয়ারহাটে দুর্ঘটনায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। সুফিয়ারোড এলাকায় রাস্তা পার হতে গিয়ে বৃদ্ধা নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। হাসপাতালে পুলিশের টিম যাচ্ছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss