কবির আলপনা সাহিত্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও গুনীজন সংবর্ধনার আয়োজন সম্পন্ন।
১১ মার্চ (শুক্রবার) চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে বীণাপাণি চক্রবর্তীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ড.আনোয়ারা আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সুব্রত বড়ুয়া (একুশে পদকপ্রাপ্ত)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি, শিশু সাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নাসরিন ইসলাম, কবির আলপনা সাহিত্য পরিষদের উপদেষ্টা জেবুন্নেসা সুইটিসহ বিভিন্ন জেলা থেকে আগত গুণি কবিগণ।
উক্ত অনুষ্ঠানে ঘোষণাকৃত সাহিত্যে ৩ বিজয়ী হেলাল চৌধুরী(কবি), রুনা তাসমিনা(কথা সাহিত্যিক), ইমরুল ইউসুফ (শিশু সাহিত্যিক) তিন বিভাগে পুরষ্কার প্রদান করা হয়। এছাড়া সুন্দর ও সৃজনশীল আয়োজনের মাধ্যমে কবি গুণীদের উত্তরীয়, বেইস ও বই সহ সংবর্ধনা ক্রেস্ট প্রদানের মাধ্যমে অনুষ্ঠান উদযাপিত হয়।
চস/আজহার