আমার পোষা প্রাণী,
নাম তার পুষি।
সবসময় থাকে সে,
সবার চেয়ে খুশি!
আছে পোষা কুকুর একটা,
শরীরটা বেশ বড়।
ওর ডাকে তো সবাই দেখি,
ভয়েই জড়সড়!
ওইতো সুন্দর পুকুর একটা,
ওতে ভাসে হাসঁ।
প্যাকঁ প্যাকঁ ডাকে ওরা,
ডিম দেয় বারো মাস!
লিখেছেন : নাবিহা তাসনিম
শিক্ষাপ্রতিষ্ঠান: দারুল ইরফান একাডেমি
শ্রেণী: দ্বিতীয়
রোল: ০১