শীত
হেমন্তকে বিদায় জানিয়ে শীতের আগমনে প্রকৃতি হাস্যময়,
রাতের শিশিরে ভেজায় সবুজ তৃণলতার ডগায়।
ফুরফুরে বাতাস কনকনে শীত অনুভূত হয় সবার কায়া,
শীতের বেহন বেলা কত যে মধুর দৃশ্য চিত্ত একেঁ যায়।
নাড়ার আগুনে পোড়াতাম শীত এখনো মনে রয়ে সে স্মৃতি,
মায়ের হাতের শীতের পিঠা খেতে কি মজা পেতাম তৃপ্তি।
ওই পাড়ার রহিম চাচার শীতে কাঁপে শরীর দুরুদুরু,
অর্থের অভাবে একখানা কম্বল কিনতে পারেনা কভু।
ধনীরা সব বিতরণ করে শীতবস্ত্র গরিব দুঃখীর মাঝে,
শীতের সকালে সবজি সাজায় দোকানিরা নতুন সাজে।
খেজুর রসের পায়েস পাকায় পল্লীর মা জননী,
খেতে যে কত তৃপ্তি পেতাম, নব রা তা কভু শুনোনি।
ধনীদের উল্লাস গরিবের প্রতীক্ষা আসবে কবে যে গ্রীষ্ম,
সাঁঝ সকালে পাখিরা উড়ে কি যে মনোরম প্রকৃতির দৃশ্য।
খেজুর গাছ সব কটিতে ঝুলে থাকে রসের হাঁড়ি আর হাঁড়ি,
রস দিয়ে তৈরি হয় পাটারি গুড় জমাট বাঁধা কাঁড়ি কাঁড়ি।
অলসরা সবাই ঘুমিয়ে থাকে না পড়ে ফজর,
স্রষ্টাকে তারা ভয় করে নাকো মৃত যে তাদের অন্তর।
ষড় ঋতুর বাংলায় বসন্তের প্রাক্কালে আসে শীতকাল,
বাগানে ফুটেছে ফুল পাখিরা গায় গান সাঁঝের সকাল।
শীতের হাওয়া লাগিলে কায় জুড়িয়ে দে অন্তর অম্লান,
নাচে ধরণী হিমেল পরশে সতেজ কাটুক চাইছে মনো প্রাণ।
স্বপ্ন
স্বপ্ন দেখো জাগ্রত থেকে, ঘুমন্ত থেকে নয়।
সাচ্চা তোমায় হতে হবে সঠিক পথে রয়।
তরুণ তুমি, দুরন্ত তুমি, তুমি আগুয়ান।
ভ্রষ্টতার জুলমাত দূরবিত কর হে জোয়ান।
ধারণ কর, লালন করো রাসুলের অমিয় বাণী।
অজ্ঞতার সকল গ্লানি বিতাড়িত করেছেন যিনি।
স্বপ্ন দেখো তরুণ, তোমাকে হতে হবে অতি অসাধারণ।
জানো নি তুমি রাসূল তোমার হয়েছে আলামিন।
বিশ্বস্ততার বীজ বুনিয়ে করেছেন যিনি আবাদ।
তামাম পৃথিবী দেখনা আজ করেছে জিন্দাবাদ।
স্বপ্ন দেখো যুবক হয়ে নিজের অস্তিত্বে বলিয়ান।
সৃজিত জমিন খালেকের যেন হয় অম্লান।
ক্ষনিকের তরে প্রজাপতি জলসিয়ে দেয় তার জীবন।
মানব তুমি সৃষ্টির সেরা দেখিয়ে দাও তার প্রমান।
নবীজির আখলাক হৃদয়ের মাঝে করিয়ে ধারন।
পূর্ণতায় সিক্ত হয়ে দ্বীপ্তিমান হবে জীবন।
লেখক : মাওলানা মো. মীর হোসেন
প্রধান শিক্ষক, বটতলী শামসুল আলম দাখিল মাদ্রাসা, নাঙ্গলকোট, কুমিল্লা।