স্বপ্নটা চোখে নিয়ে জাগি কত রোজ
গোধূলীতে হেরে যায় পাই না তো খুঁজ।
গোলাকার পৃথিবীতে ছায়া ঘেরা নীড়
রোজ কত স্বপ্নটা করে চোখে ভীড়।
সাগরের ঢেউরাশি যায় খেলে দূরে
সুখগাঁথা পাখিগুলো গায় গান সুরে।
আলো নিয়ে সুর্যটা উঠে রোজ ঠিক
সমাজটা কবে যে হবে মানবিক।
রাঙা এই পৃথিবীতে রঙ মাখা সব
ভোরের ওই পাখিগুলো গায় কলরব।
পাখি ঠিক গায় তবে আসে না তো ভোর
আঁধারটা ঘিরে আছে খুলে দেখি দোর।
আলো এসে একদিন কাটবে আঁধার
মানুষের মুখে হাসি ফুটবে আবার।