spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ভোলার তজুমদ্দিনে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ: যুবদল-শ্রমিক দল নেতাসহ গ্রেপ্তার ৩

ভোলার তজুমদ্দিনে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় যুবদল ও শ্রমিক দলের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (৩ জুলাই) মধ্যরাতে নোয়াখালীর হাতিয়া থেকে যুবদল নেতা মো. আলাউদ্দিন এবং বোরহানউদ্দিন উপজেলা থেকে শ্রমিক দল নেতা মো. ফরিদ উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

এর কয়েক ঘণ্টা আগে দুপুরে মামলার পাঁচ নম্বর আসামি মো. মানিককে ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে পালানোর সময় আটক করে র‌্যাব।

এ ঘটনায় অভিযুক্ত সাতজনের মধ্যে এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বাকি পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন ভোলার পুলিশ সুপার মো. শরীফুল হক। তিনি ভুক্তভোগী পরিবারকে বিচারের আশ্বাস দিয়ে বলেন, আইনের চোখ ফাঁকি দিয়ে কোনো অপরাধী পার পাবে না।

উল্লেখ্য, গত রোববার (৩০ জুন) রাতভর স্বামীকে আটকে রেখে নির্যাতনের পর স্ত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় সোমবার থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্বামী। মামলায় যুবদল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীসহ সাতজনকে অভিযুক্ত করা হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss