spot_img

২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

প্রকাশ্যে জাওয়ান সিনেমার নতুন গানের টিজার

কাল মুক্তি পাবে ‘জওয়ান’ ছবির রোমান্টিক গান ‘চালেয়া।’ গানটির টিজার প্রকাশ পেয়েছে আজ রবিবার (১৩ আগস্ট)।

‘জওয়ান’ ছবির প্রথম গান ‘জিন্দা বান্দা’ সেভাবে দাগ কাটতে পারেনি ভক্তদের মনে। সেই সময়ে অনেকেরই দাবি ছিল প্রথম গান হিসাবে অরিজিতের গান মুক্তি পাওয়া উচিত ছিল। দেরিতে হলেও মুক্তি পেতে চলেছে অরিজিতের গান। টিজারে অরিজিতের ম্যাজিক্যাল ভয়েজে মন্ত্রমুগ্ধ শ্রোতারা। সেই সাথে শাহরুখ-নয়নতারার রোমান্সের ঝলক দেখে গান মুক্তির অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা।

‘চালেয়া’ গানে সুর দিয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। অরিজিতের সঙ্গে গেয়েছেন শিল্পা রাও। এর আগে তিনি কণ্ঠ দিয়েছিলেন ‘পাঠান’ ছবির ‘বেশরম রঙ’ গানে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বেও শাহরুখ জানিয়েছেন ‘জওয়ান’ ছবিতে তার প্রিয় গান ‘চালেয়া’। তার ভাষায় এই গানটি রোমান্টিক, মিষ্টি এবং রুচিশীল।

প্রসঙ্গত, ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss