spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

৪০০ পেঁয়াজবোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়

পেঁয়াজবোঝাই ৪০০ ট্রাক চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। বুধবার রাত পর্যন্ত ওই ট্রাকগুলো মহদীপুর স্থলবন্দরে আটকা পড়েছে বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, অনেক আগে থেকেই পেঁয়াজের এই বিশাল চালানের এলসিসহ আমদানির সব কাজ সম্পন্ন করা হয়েছিল।

গত সোমবার থেকে বাংলাদেশি ব্যবসায়ীদের দেয়া অর্ডারের পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। ভারত সরকারের অনুমতি পাওয়া মাত্রই এসব ট্রাক বাংলাদেশে প্রবেশ করবে।

আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক তোফিকুর রহমান বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক জানান, নাসিক থেকে আরও এক হাজার ট্রাক পেঁয়াজ আজ বৃহস্পতিবার দুপুরের মধ্যে মহদীপুর বন্দরে এসে পৌঁছাবে।

তবে মহদীপুর বন্দরে আটকেপড়া পেঁয়াজ ইতিমধ্যে পচন ধরেছে।

আরো পড়ুন: বিজিবি-বিএসএফের আনুষ্ঠানিক সম্মেলন পিলখানায় শুরু

এদিকে মহদীপুর স্থলবন্দরে আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক ওই অ্যাসোসিয়েশনের সদস্য হৃদয় ঘোষ ও মহদীপুর স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী ভূপতি মণ্ডলের দেয়া এক তথ্যে জানা যায়, ভারতীয় কেন্দ্রীয় সরকারের হটকারী সিদ্ধান্তের কারণে পেঁয়াজ রফতানিকারকদের প্রায় ২০ কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss