spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বিটিসিএলএফ রাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ২০২২-২৩ বর্ষের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আজ ২০-৯-২০২২ তারিখে শাখা সভাপতি মোঃ আরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাজমুন নাহার জেমির এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

কমিটি অনান্য সদস্যরা হলে সহ-সভাপতি নবনীতা বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আজিত মনি দাস, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ টিপু সুলতান, দপ্তর সম্পাদক লেমন আহম্মেদ, উপ দপ্তর সম্পাদক আবু সায়েম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুনতা হেনা, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক সজীব মেহেদী, তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুর নুর, সাহিত্য ও প্রচার সম্পাদক ইমরান লস্কর, সম্পাদকীয় পর্ষদ হিসেবে দায়িত্ব পালন করবেন শাওন হাসান ও উম্মে আতিয়া বিনতে আকবার

গত ২৩আগস্ট সংগঠনটির সভাপতি নেজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম রাফিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মোঃ আরিফুল ইসলাম কে সভাপতি এবং সাধারণ সম্পাদক নাজমুন নাহার জেমি মনোনীত হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ কার্যদিবসের মধ্যে ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন:- দুঃস্থ ও সুবিধা বঞ্চিতদের খাবার বিতরণ করেন বিটিসিএলএফ ইবি শাখা

জানা গেছে, তারা দু’জনই ২০২১-২২ কার্যবর্ষে যথাক্রমে সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

কেন্দ্রীয়ভাবে সভাপতি পদে বিবেচনা করায় আরিফুল ইসলাম বলেন, তরুণ কলাম লেখক ফোরামের প্রতি ধন্যবাদ আমার প্রতি আস্থা রাখার জন্য। একনিষ্ঠভাবে কাজ করে ফোরামের কাজকে আরো বেগবান করতে চাই। নিজের কিছু চিন্তা ভাবনা আছে তা বাস্তবায়ন করতে চাই। যারা লেখালিখি ও চিন্তাভাবনা করতে আগ্রহী তাদের এক সাথে করে সংগঠনকে সমৃদ্ধ করতে চাই।

সাধারণ সম্পাদক নাজমুন নাহার জেমি বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম পরিবারের সাথে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা। নিজেকে ধন্য মনে করছি যে, লেখালেখির এত বড় একটা প্লাটফর্মে যুক্ত হতে পেরেছি এবং সাংগঠনিক নতুন দায়িত্ব অর্পণ করার জন্য। তরুণ কলাম লেখক ফোরাম ছিল বলেই আমি লেখালেখি শিখেছি। আমার মাধ্যমে তরুণ প্রজন্মকে লেখালেখিতে উদ্ধুদ্ধ করতে চাই। ফোরামকে অসংখ্য ধন্যবাদ আমার প্রতি আস্থা রাখার জন্য।

উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠা লাভ করে তরুণদের লেখার সংগঠন ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’। বর্তমানে দেশের ১৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক বিভিন্ন সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss