spot_img

৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

জবিতে ‘ Topological indices of Chemical Graph’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে ‘Topological indices of Chemical Graph’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় গণিত বিভাগের কম্পিউটার ল্যাবে সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ড. মধুমঙ্গল পাল। ঘন্টা ব্যাপি প্রাণবন্ত সেমিনারে অধ্যাপক ড. মধুমঙ্গলন পাল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উওর দেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.মো: শাজাহান। এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন বিভাগের সম্মানিত শিক্ষকসহ বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও গবেষকবৃন্দ।

উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন উদ্বোধন করেন গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: শরিফুল আলম। সভাপতি তার বক্তব্যে বলেন, বিভাগে এই ধরনের সেমিনার আয়োজন অবশ্যই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণাকে উৎসাহিত ও ত্বরান্বিত করবে। সেমিনারে সেশন চেয়ার হিসেবে ছিলেন সেমিনার কমিটির আহ্বায়ক ও গণিত বিভাগের অধ্যাপক ড. মো: সরোয়ার আলম।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss