spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার

অধ্যাপক ড. ইয়াহ্ইয়া খানকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০তম উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়টির রাজনীতি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ১২ আগস্ট ছাত্রদের পদত্যাগের দাবিতে আন্দোলনের মুখে পদত্যাগ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের এবং দুই উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে ও অধ্যাপক সেকান্দর চৌধুরী। এরপর থেকে এক মাস উপাচার্য ও উপ-উপাচার্যহীন ছিল বিশ্ববিদ্যালয়টি।

অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিজ্ঞান বিভাগে ১৯৮২ সাল থেকে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে ১৯৮৬ সালে সহকারী অধ্যাপক, ১৯৯২ সালে সহযোগী অধ্যাপক ও ১৯৯৯ সালে তিনি অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। সর্বশেষ ২০২৩ সালে তিনি চাকরি থেকে অবসরে যান।

এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলু থেকে একই বিষয়ে দ্বিতীয়বারের মতো স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি রাজনীতি, সমাজতত্ত্ব ও লোকপ্রশাসন বিষয়ে গবেষণামূলক লেখালেখি করেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss