spot_img

৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চাকসু নির্বাচন: ভোট দিয়ে যে অভিযোগ জানালেন শিবিরের ভিপি প্রার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) নির্বাচনে ভোট দেওয়ার আগে ভোটারদের স্বাক্ষর না নেওয়া এবং বহিরাগত প্রবেশের দুটি অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি।

বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইটি বিল্ডিংয়ে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সামনে তিনি এ অভিযোগ তোলেন।

রনি বলেন, “আমাদের কাছে দুইটা তথ্য আসছে, আমরা মনে করছি মিডিয়ায় জানা দরকার। এক নম্বর তথ্য, যেখানে ভোট গ্রহণ করা হচ্ছে, আমি নিজেও ভোট দিয়ে এলাম, সেখানে ভোট যখন দেওয়া হয়েছে, ঠিক তার পাশেই, একটি সিগনেচার নেওয়া হচ্ছে। যিনি ভোটার, তিনি ভোট দেওয়ার পূর্বে, ওএমআর শিট নেওয়ার পূর্বেই সেখানে একটা সিগনেচার দিচ্ছেন।

“আমাদের কাছে তথ্য আসছে, নির্বাচন কমিশন প্রথমের দিকে যে ভোটগুলো গ্রহণ করেছে, এই ভোটগুলো গ্রহণ করার পরে সেসকল ভোটারদের সিগনেচার নেওয়া হয়নি। এই যে স্বাক্ষর নেওয়া হয়নি, আমার মনে হয়, আমি জানি না, এটা নির্বাচন কমিশন জানেন কিনা, নাকি সাব-কনশাসলি হয়েছে।”

তিনি বলেন, “যদি সাব-কনশাসলি হয়ে থাকে, তাহলে আমরা বলতে চাই যে, কোনোভাবেই নির্বাচন কমিশন এত বেশি অসচেতন ভূমিকা রাখতে পারেন না। আর আমার মনে হয়, সাংবাদিক হিসেবে আপনাদের জানা দরকার, কেন তারা এত বড় ভুল করতে পারেন? কীভাবে করতে পারেন?”

রনি বলেন, “দুই নম্বর বিষয় বলতে চাই যে, এখানে যারা প্রার্থী এবং ভোটার আছেন, যেহেতু সকল প্রার্থী ভোটার, সবার কাছে আইডি কার্ড আছে। এর বাইরে প্রশাসন নির্বাচন কমিশন সুযোগ দিয়েছে… পর্যবেক্ষক কিছু রাখতে পারবেন।

“আমরা লক্ষ্য করেছি, কোনো ধরনের কার্ড ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, আমরা স্পষ্ট চিনি তাদেরকে, কার্ড ছাড়া ঘুরে বেড়াচ্ছে। কার্ড দুই স্তরে সম্ভবত গেছে, তার মধ্যে যারা আছেন পর্যবেক্ষক, আপনারা যারা সাংবাদিক, বিশেষ করে যারা পর্যবেক্ষক, তাদের কাছে কার্ড আছে। আমার মনে হয় সাংবাদিক হিসেবে এটা আপনাদেরও দায়িত্বের অন্তর্ভুক্ত এবং আইন-শৃঙ্খলা বাহিনী এটা খুব গুরুত্বপূর্ণভাবে দেখা দরকার।”

তিনি বলেন, “আমরা চাই কোনো রাজনৈতিক ছত্রছায়ায় কেউ যেন কোনোভাবে কার্ড ছাড়া প্রবেশ করে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে। আশা করি, নির্বাচন কমিশন দ্রুতই পদক্ষেপ গ্রহণ করবে।”

এর পেছনে কোনো সংগঠন দায়ী কিনা, এই প্রশ্নে তিনি বলেন, “আমি স্পেসিফিক কোনো সংগঠনকে দায়ী করছি না। যারা এর সাথে সম্পৃক্ত, তাদেরকে আপনারা খুঁজবেন। আমরা তথ্য পেলে আমরা অভিযোগ জানাব।”

সূত্র : bdnews24

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss