spot_img

২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

অনলাইন ডেস্ক

সর্বশেষ

চাকসুতে জয় পরাজয় যাই হোক ফলাফল ‘মেনে নিব’: শিবিরের জিএস প্রার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জয় বা পরাজয় যাই হোক না কেন তা মেনে একসঙ্গে কাজ করার কথা জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী সাঈদ বিন হাবিব।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে প্রকৌশল অনুষদ ভবনে ভোট প্রদান শেষে তিনি এ কথা বলেন।

সাঈদ বিন হাবিব বলেন, ‘পরিবেশ এখনো ভালো আছে। আমি ভোট দিয়েছি। দীর্ঘ ৩৬ বছর পর যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে চাকসু বাস্তবায়ন হবে।’

তিনি বলেন, ‘চাকসুতে নির্বাচিত হলে আমরা ১২ মাসে ৩৩টি কাজ করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেন আন্তর্জাতিক পরিমণ্ডলে পা রাখতে পারে, সে লক্ষ্যেই আমরা কাজ করব। আমরা নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলব।’

এই জিএস প্রার্থী আরও বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। জয় হোক বা পরাজয়, তা আমরা মেনে নেব। নির্বাচনে যারাই জয়ী হন, তাদের সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব।’

উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ৯টায় চাকসুর ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ, কলা ও মানববিদ্যা অনুষদ ও প্রকৌশল অনুষদের ১৫টি কেন্দ্রে মোট ৬০টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss