spot_img

১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার
২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দলীয় প্রার্থীর বাইরে কেউ গেলে ছাড় দেওয়া হবে না: আ জ ম নাছির

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থীর বাইরে গেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

সোমবার বিকালে নগরীর দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এই হুঁশিয়ারি দেন তিনি।

সাবেক সিটি মেয়র নাছির বলেন, “সাংগঠনিক নির্দেশনা কঠোরভাবে পালন করতে হবে। আওয়ামী লীগ মেয়রসহ কাউন্সিলর পদে যাদের মনোনয়ন দিয়েছে তাদের বিজয়ী করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এখানে কে কোন অবস্থায় আছে আমরা তা বিবেচনা করবো না।”

এর বিরুদ্ধে যারা অবস্থান নেবে তারা কখনও দলীয় সদস্যপদ পাবে না উল্লেখ করে তিনি বলেন, “আজকের কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্তগুলো কেন্দ্রে পৌছে দিয়েছি। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ অতীতের মত আমরা ঐক্যবদ্ধ আছি।”

সভায় সভাপতির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, “যারা দল করবেন, তাদের দলের সাংগঠনিক সিদ্ধান্ত অবশ্যই মানতে হবে। ভুলে যাবেন না, আওয়ামী লীগ অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজকের এই পর্যায়ে এসেছে। আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা যেভাবে নির্দেশনা দেবেন আমরা সেইভাবে পরিচালিত হব।”

আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরীকে জয়ী করতে সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান মাহতাব।

মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নগরীর ৪১টি সাংগঠনিক ওয়ার্ডে পালন, ১১ জানুয়ারি প্রয়াত নেতা এম এ আজিজের ৫০তম মৃত্যুবার্ষিকী পালন, ২৪ জানুয়ারি চট্টগ্রাম গণহত্যা দিবস পালনসহ বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, সুনীল কুমার সরকার, ইব্র্রাহিম হোসেন চৌধুরী বাবুল, চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন, সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, মেয়রপ্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী উপস্থিত ছিলেন।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss