spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নৌকার প্রচারণায় আজ চট্টগ্রামের রাস্তায় নামবেন ফেরদৌস-পূর্ণিমা

চিত্রনায়ক ফেরদৌস দুই বাংলায় তুমুল জনপ্রিয়, আর দিলারা হানিফ পূর্ণিমা- যার মুখছচ্ছবি দুই প্রজন্মের হৃদয় সমুদ্রে এখনো বেতাল ঢেউ তোলে। আজ সমুদ্র তীরবর্তী শহর চট্টগ্রামের মানুষের হৃদয়ে ঝড় তুলতে পারেন এই জুটি। না কোনো মঞ্চে ঝড় তুলবেন না। চট্টগ্রামের রাস্তায় নামবেন ফেরদৌস ও পূর্ণিমা। আজ সোমবার সকাল ৭ টার ফ্লাইটে দুজনই চট্টগ্রাম পৌঁছেছেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক ফেরদৌস।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন গতকাল ৯ জন শোবিজ তারকা। এরমধ্যে ৪ জন গতকাল রবিবার ফিরে এসেছেন। আজ এই বহরে যুক্ত হলেন ফেরদৌস ও পূর্ণিমা।

চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘আমরা সকাল ৭ টার ফ্লাইটে চট্টগ্রামে এসেছি। এখানে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর প্রচারণায় অংশ নেব। প্রেসক্লাব থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত চষে বেড়াবো আজ। আওয়ামী লীগকে প্রার্থীকে জেতাতে আমরা ভোটারদের মাঝে এসেছি।’

জানা গেছে, নির্বাচনী প্রচারণা শেষে আজ রাতেই ফেরদৌস ও পূর্ণিমা ঢাকা ফিরবেন। এদিকে, রবিবার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে উড়াল দেন চিত্রনায়ক রিয়াজ, সাইমন সাদিক, মাহিয়া মাহি, অপু বিশ্বাস, তানভিন সুইটি, মীর সাব্বির, বিজরী বরকুতুল্লাহ, তারিন জাহান ও অরুনা বিশ্বাস।

তবে গতকাল সন্ধ্যায় ফিরে আসেব ঢাকায় মাহিয়া মাহি, অপু বিশ্বাস ও মীর সাব্বির ও তারিন। আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মুহূর্তে চট্টগ্রাম নির্বাচনী নগরীতে পরিণত হয়েছে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss