চট্টগ্রামের বায়েজিদে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে রিয়াজ (১৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (৯ জুন) দুপুর ১২ টায় নয়াহাট মিয়া বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: ৭ হাজার ইয়াবাসহ আকবরশাহে যুবক গ্রেপ্তার
তিনি বলেন, বায়েজিদ থানার নয়াহাট এলাকার একটি নির্মাণাধীন ভবনে কাজ করা সময় হঠাৎ ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন রিয়াজ। পরে দুপুর দেড়টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ মর্গে রাখা হয়েছে।
চস/স