চট্টগ্রামের কোতোয়ালীতে অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর দেড়টায় বক্সিরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পটিয়ার শোভনদণ্ডী ইউপির মো. ফিরোজের ছেলে মো. কায়েস (২৩), ডবলমুরিং থানার ২৭ নম্বর ওয়ার্ডের সামছুল আলমের ছেলে নজরুল ইসলাম আনু (২৫) ও সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ির লালুম মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন সজীব (২৭)।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়েছি কিছু লোক অস্ত্রসহ আগ্রাবাদ থেকে বক্সিরহাটের দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে গতকাল দুপুরে বক্সিরহাট এলাকায় একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দেয়া হয়। চালক গাড়িটি থামালে পেছনের সিট থেকে পালানোর সময় কায়েস নামের এক যুবককে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি দেশীয় এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।’
তিনি আরো বলেন, গ্রেপ্তার কায়েস জানায়- সে নজরুল ইসলাম আনু ও সাজ্জাদ হোসেন সজীবের কাছ থেকে এসব অস্ত্র ক্রয় করেছে। এসব অস্ত্র কম দামে কিনে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের কাছে বেশি দামে বিক্রি করে। পরে কায়েসের দেয়া তথ্যমতে- হালিশহর থানার মুহুরীপাড়ার উত্তর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নজরুল ইসলাম আনু ও সাজ্জাদ হোসেন সজীবকে গ্রেপ্তার করা হয়।
আরো পড়ুন: চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে এক মাসের মধ্যে সমন্বিত ডিজাইন করা হবে : পানিসস্পদ প্রতিমন্ত্রী
নজরুল ইসলাম আনু ও সাজ্জাদ হোসেন সজীব জিজ্ঞাসাবাদে জানায়, তারা এসব অস্ত্র ওবায়দুল হাসান আলভি (২৮) নামের এক যুবকের কাছ থেকে কম দামে ক্রয় করে বেশি দামে কায়েসের কাছে বিক্রি করেছে। পরে তাদের দেয়া তথ্যমতে- ওই এলাকায় আলভিকে ধরতে তার বাসায় অভিযানে যায় পুলিশ। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে আলভি পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
চস/স


