spot_img

১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দুই সপ্তাহ পর চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। এসময় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৭ জন। জেলায় করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৬২ শতাংশ। গত শনিবার (১৩ নভেম্বর) জেলায় ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ওইদিন করোনায় কারও মৃত্যু হয়নি।

রবিবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ৯টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ১২৫ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ৬ জন নগরের বাসিন্দা। অন্যজন ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১ জন, শেভরণ হাসপাতাল ল্যাবে ১ জন এবং জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত এক লাখ ২ হাজার ৩০৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ২২ জন। বাকি ২৮ হাজার ২৮৫ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন চট্টগ্রাম নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৪ জনের।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss