spot_img

২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় নিহত এইচএসসি পরীক্ষার্থী

চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় জয়দীপ দাস (১৯) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। পুলিশ বলছে, মোটরসাইকেল আরোহী জয়দীপ ওভারটেক করতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জয়দীপ মিরসরাই ডিগ্রি কলেজের ছাত্র ও নগরীর চকবাজারের ১ নম্বর জয়নগরের সেকান্দার ভিলার নির্মল কান্তি দাশের ছেলে।

কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মোজাহেদুল ইসলাম পূর্বকোণকে বলেন, ‘রাতে পটিয়া থেকে বিয়ের দাওয়াত খেয়ে বাসায় ফিরছিল জয়দীপ। পথিমধ্যে রিয়াজউদ্দিন বাজার মোটেল সৈকতের সামনে মোটরসাইকেলটির সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss