নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে আয়োজিত এন.জি.এইচ.এস ক্লাব ক্লাশ ২০২৪ এর ফাইনাল খেলা চাঁন্দগাও বাহারসিগন্যালস্থ সিকো এরিনা টার্ফে অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় ব্যাচ ২০২১ হাসলার আজগরের দেয়া একমাত্র গোলে ব্যাচ ২০১৩ কে.জি.কেকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক ও প্রাক্তন ছাত্রদের উপস্থিতিতে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র সমিতির আহবায়ক আন্তর্জাতিক মানবাধিকার ব্যক্তিত্ব ব্যারিস্টার মনোয়ার হোসেন এর স্কাইপের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাহফুজুর রহমান। প্রাক্তন ছাত্র সমিতির সদস্য সচিব মো. সাহাব উদ্দীন হাসান বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুর রহমান জাহাঙ্গীর, নাসিরাবাদ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রূপন কান্তি দে, স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র সমিতির যুগ্ম আহবায়ক সরকার কামরুল মামুন, সিকো এরিনার পরিচালক ইশমাম চৌধুরী, ধন্যবাদ জ্ঞাপন করেন টুর্নামেন্ট এর সমন্বয়কারী সাফাওয়াত হোসেন সামিন চৌধুরী, ইভান শাহরিয়ার সাব্বির, আরিন সরওয়ার পাবলু, তওফিকুল ইসলাম সামি, তাসরিক উর নূর।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ডাঃ মাহফুজুর রহমান বলেন, মন ও শরীরকে সতেজ রাখা এবং নৈতিক ও চারিত্রিক অবক্ষয় থেকে প্রজন্মকে রক্ষা করার অন্যতম প্রধান মাধ্যম হলো খেলাধুলা। নাসিরাবাদ স্কুল প্রাক্তন ছাত্র সমিতি এই খেলার আয়োজন করে সত্যিই প্রশংসার দাবিদার। সদূর লন্ডন থেকে স্কাইপির মাধ্যমে সভাপতির বক্তব্যে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির আহবায়ক আন্তর্জাতিক মানবাধিকার ব্যক্তিত্ব ব্যারিষ্টার মনোয়ার হোসেন বলেন, প্রাক্তন ছাত্রদের সম্প্রীতি ও আন্তরিক বন্ধন অটুট রেখে সুখ-দুঃখে পাশে থাকার জন্যই ১৯৮৮ সালে প্রাক্তন ছাত্র সমিতি গঠন করা হয়েছিলো। প্রাক্তন ছাত্রদের যে কোনো বিপদ আপদে সমিতি পাশে থাকতে চায় এবং বর্তমান শিক্ষার্থীদের মধ্যে অসচ্ছল মেধাবীদের বৃত্তির মাধ্যমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
চ্যাম্পিয়ন হাসলার দলের চৌকস খেলোয়াড় সামি টুর্নামেন্টের গোল্ডেন বল, ব্যাচ ২০১৩ কেজিকের সাঈদ গোল্ডেন বুট ও ব্যাচ ২১ হাসলার দলের গোলকিপার সামিন গোল্ডেন গ্লাভস পুরস্কার পাওয়ার গৌরব অর্জন করেন। চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আদন ফারানের হাতে ট্রফি, ১০ হাজার টাকা প্রাইজমানি ও প্রত্যেক খেলোয়াড়কে মেডেল এবং রানার আপ দলের অধিনায়ক সাইফ সাদমানের হাতে ৫ হাজার টাকা প্রাইজমানি ও প্রত্যেক খেলোয়াড়কে মেডেল প্রদান করা হয়। টুর্নামেন্টে প্রাক্তন ছাত্রদের মধ্যে মোট ১৬ টি দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে।