spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

শাহ আমানতে অবৈধভাবে আনা ৯৫টি মোবাইল সেট জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে অবৈধভাবে আনা ৯৫টি মোবাইল ফোন জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। জব্দ করা এসব মোবাইলে সেটের মূল্য ১৮ লাখ ৩০ হাজার টাকা।

রবিবার (২৬ জানুয়ারি) শারজাহ থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে এসব মোবাইলের চালান জব্দ করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ১০টা ৫মিনিটে শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৫২ ফ্লাইটে যৌথভাবে অভিযান পরিচালন করে এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। এ সময় তারা যাত্রীবিহীন পরিত্যক্ত একটি ট্রলি ব্যাগ থেকে ৯৫টি মোবাইল ফোনের বড় চালান জব্দ করেন। উদ্ধার মোবাইলগুলোর মধ্যে ৪৯টি স্যামসাং ব্র্যান্ডের ফোন ও ৪৬টি নকিয়া ব্র্যান্ডের বাটন ফোন রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss