চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন জিপিও এলাকার সামনে থেকে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির এক নারী নেত্রীকে ধরে পুলিশে তুলে দিয়েছে একদল নারী।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে নগরের নিউমার্কেট সংলগ্ন জিপিওর (জেনারেল পোস্ট অফিস) সামনে এ ঘটনা ঘটে।
আটক ওই নারীর নাম কানিজ ফাতেমা লিমা। তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রাম জেলা শাখার সহ-মহিলাবিষয়ক সম্পাদক।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, ‘কানিজ ফাতেমা লিমাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেত্রী থানায় আনেন। তিনি ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলা কমিটির সহ-মহিলাবিষয়ক সম্পাদক বলে জানতে পেরেছি। তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে আদালতে পাঠানো হয়েছে।’
চস/স