চট্টগ্রামের ডবলমুরিং থানার বারিক বিল্ডিং মোড়ে অভিযানের সময় ডাকাতের ছুরিকাঘাতে পুলিশের দুই উপপরিদর্শক (এসআই) আহত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এই ঘটনা ঘটে।
আহত ২ জন হলেন, ডবলমুরিং থানার এসআই জামিল ও এসআই নজরুল।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (পশ্চিম) মোহাম্মদ হোসাইন কবির বলেন, ডাকাতের ছুরিকাঘাতে দুইজন এসআই আহত রয়েছেন।
তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থল থেকে দুই ডাকাতকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে ছয়জন ডাকাত ছিলেন। ডাকাতি করা কিছু টাকা-পয়সা উদ্ধার করা হয়েছে। এছাড়াও ডাকাতির কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
চস/স