spot_img

২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামের কাঁচাবাজারে ১১ মামলায় সাড়ে ৩৬ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের ঝাউতলা বাজার, পাহাড়তলী ও চকবাজার কাঁচাবাজারে অভিযান চালিয়ে ১১ মামলায় ৩৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার (৮ মার্চ) রমজানে নিত্যপণ্যের বাজার তদারকির চলমান অভিযান কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদ ইশরাক, সাদমান সহিদ এবং মো. আসিফ জাহান সিকদার।

ঝাউতলা বাজার, পাহাড়তলীতে অভিযান চলাকালে সয়াবিন তেল, খেজুর, ডিম, ফলমূলসহ বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করা হয়। এ সময় পণ্যের মোড়ক ঠিকমতো না থাকা, মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ৭টি মামলায় ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এদিকে চকবাজার কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেন বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা। এ সময় ৪টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির দোকানসমূহে বিশেষ নজরদারি জোরদার করা হয় এবং মজুতদারি রোধে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়। বাজার মনিটরিং টাস্কফোর্সের নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পুরো রমজান মাসব্যাপী চলমান থাকবে বলে জানায় জেলা প্রশাসন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss