spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রাম আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম আদালতের হাজতখানা থেকে বের করে প্রিজনভ্যানে তোলার সময় পালিয়ে যাওয়া ২ আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আসামির নাম ইকবাল হোসেন ইমন। তিনি লোহাগাড়ার উত্তর কলাউজান এলাকার মো. ইউনুসের ছেলে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে নগরীর খুলশী ৮ নম্বর ওয়ার্ড তুলাতলী রেললাইনের কলোনিতে ফিরোজা বেগমের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে মঙ্গলবার বিকেল ৩টার দিকে প্রিজনভ্যানে তোলার সময় ওই আসামি পালিয়ে যায়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি ইকবাল হোসেন প্রকাশ ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার হাজতখানা থেকে বের করে প্রিজনভ্যানে তোলার সময় পালিয়ে যাওয়ার ১০ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss