spot_img

৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মাটি কাটতে গিয়ে পাহাড় ধসে রামুতে দুইজনের মৃত্যু

কক্সবাজারের রামুতে রাতের আঁধারে পাহাড় কাটার সময় মাটি ধসে দু’যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ভোররাত ২ টায় রামুর কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, রামুর উখিয়ারঘোনা স্কুল পাহাড় এলাকার মৃত মো. হোছনের ছেলে আলি আহমদ (৩৫) ও মো. কালুর ছেলে মুজিবুর রহমান (৩২)। এরা দুজনই পরিবহন শ্রমিক।

স্থানীয়রা জানায়, রামুর কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা এলাকায় একদল শ্রমিক পাহাড়ের মাটি কাটার কাজ করছিলেন। এসময় আকস্মিকভাবে মাটি ধসে আলী আহমদ ও মুজিবুর রহমান মাটির নিচে চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ মাটি সরিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে। বুধবার সকালে ঘটনাস্থলে যান রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা।

আরো পড়ুন: কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ী নিহত

রামুর ইউএনও প্রণয় চাকমা তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিতে রাতের আধারে নির্বিচারে পাহাড় নিধন করছিলো। কয়েকদিন আগেও এখানে পাহাড় নিধন বন্ধে অভিযান চালানো হয়েছিলেন।

রামু থানার অফিসার ইনচার্জ মো. আজমিরুজ্জামান জানান, মৃতদেহগুলো থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss