spot_img

৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

“এরিয়াল লিজেন্ড”ও “এরিয়াল নূর” ভূমির মালিকদের চাবি হস্তান্তর করলো এরিয়াল প্রপার্টিজ লি.

এরিয়াল প্রপার্টিজ লি. নগরীর সিডিএ এভিনিউ, জিইসিতে নির্মাণ করেছে “এরিয়াল লিজেন্ড”। গত রবিবার (১ নভেম্বর) উক্ত ভবনের ভূমি মালিকদের চাবি হস্তান্তর করেন এরিয়াল প্রপার্টিজের কর্মকর্তাগণ।

এরিয়াল লিজেন্ড ২০ তলা বিশিষ্ট কমার্শিয়াল কমপ্লেক্স, যার সাথে তিনটি বেজমেন্ট ও আছে।

অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন প্রধান অতিথি মোহাম্মদ হাসান

১ নভেম্বর চাবি হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফোর এইচ গ্রুপের পরিচালক মোহাম্মদ হাসান। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এরিয়াল প্রপার্টিজ লিমিটেডের পরিচালক প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহাদাত উদ্দীন মোহাম্মদ সা’দাত, ভূমির মালিক, এরিয়াল প্রপার্টিজের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থপতি, প্রকৌশলী, প্রজেক্টের সাথে সম্পৃক্ত স্টেক হোল্ডারস প্রমুখ।

আরো পড়ুন: কক্সবাজারে হরতাল ডেকেছে ছাত্রলীগের একাংশ

“এরিয়াল নূর” এর ভূমির মালিকদের চাবি হস্তান্তর

অনুষ্ঠানে আগত বক্তারা এরিয়াল লিজেন্ডের সাফল্য কামনা করেন এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এর আগে গত শুক্রবার (৩০ অক্টোবর) নগরীর সদরঘাটে ৯ তলা বিশিষ্ট আবাসিক ভবন “এরিয়াল নূর”-এর ভুমি মালিকদের চাবি হস্তান্তর করে এরিয়াল প্রপার্টিজ লি.।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss