খাগড়াছড়ির কলেজপাড়া এলাকায় আগুনে পুড়ে মাওশ্রীজিতা দেওয়ান নামের ৩২ বছর বয়সী এক শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মাওশ্রীজিতা খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক ছিলেন। তিনি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেনন।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দিদারুল আলম।
তিনি বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘর থেকে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়।’
আরো পড়ুন: চট্টগ্রামে আরও ৬২ জনের দেহে করোনা শনাক্ত
নিহতের বাবা ম্যাকাঞ্জ দেওয়ান বলেন, সোমবার রাত ১২টার আগে হঠাৎ আগুন দেখে বাড়ির অন্য সদস্যরা বের হতে পারলেও মাওশ্রীজিতা বাড়ির ভেতরে আটকা পড়ে। তবে ঘটনার সময় আমি বাইরে ছিলাম।
চস/স


