স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সিনিয়র অনুষ্ঠান ঘোষক প্রফেসর ডা: সুলতানুল আলম আর নেই। আজ (১৫ মার্চ) দিবাগত রাত ৩ টায় তিনি মারা গেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
ডা: সুলতানুল আলম চট্টগ্রাম মেডিকেল কলেজের ৮ম ব্যাচের ছাত্র এবং একই মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন।
আজ সকাল ১০ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজের কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম নামাজে জানাজা শেষে মিরসরাইর নিজ গ্রামের বাড়ীতে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়।
আরো পড়ুন: ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে : শিক্ষা মন্ত্রণালয়
মরহুম ডা: সুলতানুল আলম ১৯৪৬ সালে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ব্যাক্তিজীবনে ১ পুত্র এবং ২ কন্যা সন্তানের পিতা ছিলেন।
চস/স