spot_img

৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

৩০ তরুনের কক্সবাজারে ফ্রিডাম ফেলো ক্যাম্প

বলা হয়ে থাকে “আজকের তরুণরা আগামীকালের নেতৃত্ব গোষ্ঠী”। আজ যারা তরুণ প্রজন্ম, তারাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে দেশ ও জাতিকে। তাই তাদের সার্বিক দক্ষতা বিকাশ এবং পাশাপাশি মানবীয় এবং নৈতিক গুণাবলির উতকর্ষ সাধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রসংগে একজন মনিষী বলেছেন “আমরা সব সময় আমাদের তরুণ সমাজের ভবিষ্যত তৈরি করে দিতে পারব না। তবে আমরা তাদের তারুণ্যকে ভবিষ্যতের জন্য তৈরি করে দিতে পারি।” মূলত প্রেনিউর ল্যাব ইয়ুথ এ্যন্ড ইনোভেশন ট্রাস্ট এবং ফ্রেডরিখ নাউম্যান ফাউন্ডেশন বাংলাদেশ এই মন্ত্রেই বিশ্বাসী। প্রতিষ্ঠান দুটি যুগ্মভাবে “ফ্রিডম ফেলোস” নামে একটি চারদিনব্যাপী বুটক্যাম্পের আয়োজন করে যেটির চূড়ান্ত পর্যায়ের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কক্সবাজারের সৈকত সংলগ্ন হোটেল কল্লোল-এ । এই বুটক্যাম্পে হোস্ট ছিলেন জনাব আরিফ নিজামী, সহ-প্রতিষ্ঠাতা, প্রেনিউর ল্যাব, জনাব ওমর মোস্তাফিজ, প্রোগ্রাম ম্যানেজার অফ এফএনএফ বাংলাদেশ; এবং রাখশান্দা রুখাম, সহ-প্রতিষ্ঠাতা, প্রেনিউর ল্যাব।

মূলত এই দুটি প্রতিষ্ঠান বছরের বিভিন্ন সময়েই যুগ্মভাবে এই বুটক্যাম্পটির আয়োজন করে থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পর্যায়ের অসংখ্য তরুণ তরুণীরা এই বুটক্যাম্পে অংশগ্রহণ করে থাকে। সর্বশেষ বুটক্যাম্পটি করার জন্য আবেদনকারীদেরকে প্রতিষ্ঠান দুটি তাদের নিজেদের খরচে দেশের অন্যতম বৃহত্তম পর্যটন কেন্দ্র কক্সবাজারে নিয়ে যায়। সেখানে অংশগ্রহণকারীদের থাকা-খাওয়া সহ যাবতীয় বিষয় বুটক্যাম্প কর্তৃপক্ষের পক্ষ থেকে সুনিশ্চিত করা হয়।

চারদিনব্যাপী এই বুটক্যাম্পের মাধ্যমে আয়োজিত কর্মশালায় অংশপগ্রহণকারীদেরকে বিবিধ বিষয়বস্তুর উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। ৭ নভেম্বর, ২০২১ ছিল কর্মশালাটির প্রথম কার্যদিবস। এইদিনের কার্যক্রমে ছিল পরিচিতি পর্ব, সেশন সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা, বিষয়বস্তু বাছাই ইত্যাদি।

মূল কর্মশালাটি শুরু হয় দ্বিতীয় দিন অর্থাৎ ৮ নভেম্বর, ২০২১। এইদিন চারটি ভিন্ন বিষয়ের উপর ভিন্ন চারটি সেশন অনুষ্ঠিত হয়। ৮ তারিখের প্রথম সেশনটির বিষয়বস্তু ছিল “কন্টেন্ট তৈরি এবং গল্প বলার ক্ষমতা”। এই সেশনটি পরিচালনা করেন জনাব আরিফ নিজামী। “সহনশীলতা এবং ব্যক্তি স্বাধীনতা” – এই বিষয়বস্তুটির উপর এইদিনের দ্বিতীয় সেশনটি অনুষ্ঠিত হয়, যেটির পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন জনাব ওমর মোস্তাফিজ এবং জনাব তানভীর আহসান। তৃতীয় সেশনটির বিষয়বস্তু ছিল “মিথ্যা সংবাদ এবং সত্য নির্ণয়”। এই সেশনটিতে বক্তার ভূমিকা পালন করেন জনাব ইমরান সাগর, সোশ্যাল মিডিয়া পরামর্শক। তিনি অনলাইনের মাধ্যমে সেশনটি পরিচালনা করে। প্রথম কার্যদিবসের সর্বশেষ সেশনটির বিষয়বস্তু ছিল “ডিজিটাল অধিকার এবং অনলাইন গোপনীয়তা” এবং রাখশান্দা রুখাম ছিলেন সেশনটির পরিচালনার দায়িত্বে।

কর্মশালাটির তৃতীয় কার্যদিবস ছিল ৯ নভেম্বর ২০২১। এই দিন আরো তিনটি ভিন্ন বিষয়ের উপর তিনজন প্রশিক্ষক তিনটি সেশন পরিচালনা করেন। প্রথম সেশনটির বিষয়বস্তু ছিল “উদ্ভাবন এবং সৃজনশীলতা”, যার দায়িত্বে ছিলেন জনাব সিদ্ধার্থ গোস্বামী, স্টার্টআপ বাংলাদেশ, আইসিটি বিভাগ। দ্বিতীয় সেশনটি ছিল মূলত মুক্ত আলোচনামূলক একটি সেশন এবং তৃতীয় সেশনটির বিষয়বস্তু ছিল “অর্থনৈতিক স্বাধীনতা”। তৃতীয় সেশনটির পরিচালনার দায়িত্ব পালন করেন ড. নাজমুল হোসেন, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, এফএনএফ বাংলাদেশ। এইদিনটিতে অংশগ্রহণকারীগণ তাদের বানানো ভিডিও কন্টেন্ট জমা দেন।

কর্মশালাটির চতুর্থ এবং সর্বশেষ কার্যদিবস ছিল ১০ নভেম্বর ২০২১। এইদিনটিতে পাঁচটি ভিন্ন বিষয়বস্তুর উপর কন্টেন্ট বানানোর জন্য পাঁচজন প্রতিযোগির নাম বিজয়ী হিসাবে ঘোষিত হয় সার্বিক কন্টেন্টগুলোর উপর বিচারকগণ তাদের মতামত উপস্থাপন করেন। সর্বশেষ বিজয়ীদের হাতে সার্টিফিকেট সহ বিশেষ পুরস্কার এবং সমগ্র অংশগ্রহকারীদের হাতেও সার্টিফিকেটসহ অংশগ্রহণের পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে কর্মশালাটির পরিসমাপ্তি ঘটে।

তরুণদের সৃজনশীলতা এবং দলগত কার্যসম্পাদনে দক্ষতার বিকাশে এই ধরণের কর্মশালাগুলো উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এছাড়াও এই কর্মশালাটি সম্পর্কে অংশগ্রহণকারীগণ অত্যন্ত উৎসাহিত এবং সন্তুষ্ট ছিলেন। প্রেনিউর ল্যাব ইয়ুথ এ্যন্ড ইনোভেশন ট্রাস্ট এবং ফ্রেডরিখ নাউম্যান ফাউন্ডেশন বাংলাদেশ পরবর্তীতে এই ধরণের আরো উদ্যোগ গ্রহণে আশাবাদী।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss