চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ এক যুবক গ্রেপ্তার হয়েছেন, যার বিরুদ্ধে চাঁদাবাজি ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃত ওয়াকিল হোসেন (২৮) পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা হিসেবে পরিচয় দেন। তাকে এলাকার লোকজন বগা নামে চেনে।
সোমবার রাতে পাহাড়তলী কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে খুলশী থানার ওসি প্রণব চৌধুরী জানিয়েছেন।
তিনি বলেন, এসময় তার কাছে দেশি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ পাওয়া যায়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
“ওয়াকিলের বিরুদ্ধে চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগ এবং মাদক নিয়ন্ত্রণ, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৫টি মামলা আছে।”
চস/আজহার