শায়খুল হাদীস ছিদ্দিক আহমদ (রহ.)’র জীবনী আলোচনা ও দোয়া মাহফিল গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাহমুদুল হক আনসারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আবদুল লতিফ নেজামী। বিশেষ অতিথি ছিলেন, পার্টির মহাসচিব মুফতি আবদুল কাইয়ুম, যুগ্মমহাসচিব উপাধ্যক্ষ শেখ লোকমান হোসেন, মাওলানা ওবায়দুল হক, অধ্যাপক মুহাম্মদ মুছা কলিম উল্লাহ, সাংবাদিক এস এম জামাল উদ্দিন, মাওলানা আবদুর রহিম ফারুক, মুফতি আবুল কালাম আজাদ, মাওলানা মঈনুদ্দীন রুহী, মাওলানা আবদুল কাদের, মাওলানা হাফেজ এমদাদুল্লাহ, মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা হাফেজ মুবিনুল হক, হাফেজ ইসমাইল আশরাফী, মাওলানা আবেদুর রহমান তালুকদার, আকতার হানিফ তালুকদার, সরোয়ার হোসেন চৌধুরী, হাফেজ মুহাম্মদ হোসাইন, সেলিম উদ্দিন চৌধুরী প্রমুখ। শেষে তাঁর রুহের মাগফেরাত, দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।
চস/আজহার