spot_img
BETA Version ...
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

সর্বশেষ

কক্সবাজার সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে মো. সাআদ (২৫) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পর্যটক ঢাকার যাত্রাবাড়ীর মৃত মো. আহসান উল্লাহর ছেলে। কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসনের পর্যটন সেল জানায়, দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে সমুদ্র সৈকতে যান মো. সাআদ। একপর্যায়ে তারা সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নামেন। এ সময় স্রোতে ভেসে যান তিনি। বিষয়টি তার পরিবার ঘটনাস্থলে উপস্থিত লাইফগার্ড ও বিচের কর্মীদের জানান। তারা তাৎক্ষণিক উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান পর্যটন সেলের এ কর্মকর্তা।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss