সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের কাছ থেকে টাকা নেওয়ার সময় এক ভুয়া টিটিকে আটক করা হয়েছে।
বুধবার (০৪ মার্চ) সকালে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে জাহাঙ্গীর আলম নামে ওই ভুয়া টিটিকে আটক করে রেলওয়ে পুলিশে (জিআরপি) সোপর্দ করা হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী বলেন, পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে টিটিদের পোশাক পরে ও গলায় আইডি কার্ড ঝুলিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা নেওয়ার সময় তাকে আটক করে ওই ট্রেনের দায়িত্বরত কর্মকর্তারা। পরে লাকসাম জিআরপি পুলিশের কাছে সোপর্দ করা হয়। ওই ভুয়া টিটির বাড়ি নোয়াখালীর সেনবাগে।
চস/সোহাগ