spot_img

৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সীতাকুণ্ডে জাহাজ থেকে পড়ে নিরাপত্তা প্রহরীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ থেকে পড়ে এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার ফৌজদারহাট সাগর উপকূলে অবস্থিত এনবি স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম নিজাম উদ্দিন (৩৩)। তিনি মিরসরাই উপজেলার বড়তাকিয়া পূর্ব খৈয়াছড়ার মৃত আবদুর রশিদের পুত্র।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মিরসরাইয়ের বাসিন্দা নিজাম উদ্দিন সীতাকুণ্ডের ফৌজদারহাট সাগর উপকূলে অবস্থিত এনবি স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন। সোমবার রাতে নৈশকালীন ডিউটি শেষে মঙ্গলবার সকালে ফিরে যাবার সময় হঠাৎ জাহাজ থেকে পা পিছলে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এনবি স্টিল শিপব্রেকিং ইয়ার্ডের ম্যানেজার মাজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা নিহতের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানসহ সহযোগিতা করব।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) আবু সাঈদ জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss