চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় সাগর উপকূল থেকে অজ্ঞাতনামা এক কিশোরের (১৮) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ রবিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
কুমিরা নৌ-পুলিশের ওসি মোহাম্মদ নাছির জানান, খবর পেয়ে কুমিরা সাগর উপকূলীয় এলাকা থেকে এক কিশোরের মরদেহ পাওয়া গেছে। এখনও মরদেহের পরিচয় পাওয়া যায়নি। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চস/আজহার