spot_img

৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে আওয়ামী বিদ্রোহী পার্টির কর্মী খুন

চট্টগ্রামের পাহাড়তলীতে নির্বাচনী সংঘাতে খুন হয়েছেন তানভীর নামে এক যুবক। তানভীর ওই ওয়ার্ডের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোরশেদ আকতার চৌধুরীর সমর্থক। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

ঘটনার পর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে উত্তেজনা বিরাজ করছে। দু’পক্ষ পাল্টাপাল্টি মিছিল বের করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ কাট্টলীর প্রাণহরি দাশ রোডে সরাইপাড়া লোহার পুল এলাকায় মোরশেদ আক্তার চৌধুরীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইলকে দায়ী করেছেন বিদ্রোহী প্রার্থী মোরশেদ। আর আওয়ামী লীগের সমর্থন পাওয়া ইসমাইল দলটির দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের সভাপতি।

মোরশেদ আক্তার চৌধুরী সাংবাদিকদের জানান, তানভীর তার নির্বাচনী ক্যাম্পে বসা ছিলেন। সোহেল, আকতার, রিপন, নেছারসহ ইসমাইলের অনুসারী কয়েকজন সন্ত্রাসী গিয়ে তার ওপর হামলা করে। এ সময় তাকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

আরো পড়ুন: ইভিএমের পরিবর্তে ব্যালট পেপার চান যুবলীগ নেতারা

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল হক ভূঁইয়া বলেন, পেটে ছুরিকাঘাতে গুরুতর জখম অবস্থায় একজনকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিএমপি পশ্চিম জোনের উপ-কমিশনার ফারুকুল হক বলেন, আওয়ামী সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা পৃথকভাবে সভা করছিলেন। পরিস্থিতি শান্ত ছিল। দু’পক্ষ মারামারিও করেনি। হঠাৎ কীভাবে তানভীরের ওপর হামলা হলো সেটা আমরা খতিয়ে দেখছি।

তফসিল অনুযায়ী, আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss