করোনাভাইরাস প্রতিরোধে শনিবার (২১ মার্চ) রাত ১২টার পর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে না কোন আন্তর্জাতিক ফ্লাইট।
আন্তর্জতিক ফ্লাইট বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার ই জামান।
তিনি বলেন, `শনিবার রাত ১২টার পর থেকে মধ্যপ্রাচ্য, তুর্কি, সিঙ্গাপুর, ভারতসহ নির্ধারিত কিছু দেশের ফ্লাইট দেশের কোনো বিমানবন্দরে অবতরণ করবে না। তবে অভ্যন্তরীণ ফ্লাইটগুলো যথানিয়মে চলবে।’
আরো পড়ুন: করোনাভাইরাস: চট্টগ্রামে ১০২ জন হোম কোয়ারেন্টাইনে
শুক্রবার (২০ মার্চ) ফ্লাই দুবাই ও এয়ার এরাবিয়ার ফ্লাইটে যাত্রী এসেছেন চট্টগ্রামে। ফ্লাইটগুলো যথারীতি নিজ গন্তব্যে ফিরেও গেছে।
চস/সোহাগ