গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় আরও ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে শুধু চট্টগ্রাম জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৩। এছাড়া চট্টগ্রামের বাইরে শনাক্ত হয়েছে আরও ১৮ জন। এরমধ্যে লক্ষীপুরে ১৭ জন এবং ফেনীতে শনাক্ত হয়েছে ১ জন। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সোয়া ১০টায় এ তথ্য জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি।
তিনি বলেন, বিআইটিআইডিতে ১১১ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের পজেটিভ পাওয়া গেছে। এ পর্যন্ত মোট ১১২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
চস/আজহার